দোষী সাব্যস্ত হলেই হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে সরকার


প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, আদালতে দোষী সাব্যস্ত হলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে সরকার। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন বুধবার (৩০ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 জাহাঙ্গীর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আছে। আদালতের রায়ের পর তার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করা হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। এ ছাড়া শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে প্রতিষ্ঠানটিকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরও পড়ুন প্রতিটি নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস অপূর্ব জাহাঙ্গীর বলেন, সায়মা ওয়াজেদ আমাদের জন্য ডিসফাংশনাল।

 তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে। তাই তার মাধ্যমে যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে না হয় সেজন্য ডব্লিউএইচওকে অনুরোধ জানানো হয়েছে। গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। সংবাদ সম্মেলনে নতুন ইসি গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইতোমধ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এর গেজেট প্রকাশ করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url